• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু 


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৮:২৯ পিএম
সাতক্ষীরায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু 

সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে তিন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা মারা যান। 

মৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের মৃত মোছাববর মোড়লের স্ত্রী ফাতেমা খাতুন (৬৫), কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া বয়েরা গ্রামের বিধান চন্দ্র দাসের স্ত্রী কনিকা মণ্ডল (৪৪), আশাশুনি উপজেলার আনুলিয়া গ্রামের আহম্মদ আলীর স্ত্রী আছিরন বিবি (৬০) ও শ্যামনগর উপজেলার গোমানতলী গ্রামের মৃত নাসির উদ্দীনের পুত্র কামরুজ্জামান (৫৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮০৬ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮৯ জন। 

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান, গত ২৪ ঘন্টায় ১৫৯ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। যা শনাক্তের হার ৩০ দশমিক ১৯ শতাংশ। জেলায় বর্তমানে ৫৯৩ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫৭৪ জন বাড়িতে ও বাকী ১৯ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সকলকে মাস্ক পরার আহ্বান জানান।

Link copied!